বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

ঘরোয়া উপায়ে একদিনে ব্রণের সমস্যা দূর করুন - Care Point BD

কিশোর এবং যুবতী মহিলাদের সবচেয়ে সাধারণ সমস্যাগুলির মধ্যে একটি হল ব্রণ। কিন্তু ব্রণ শুধুমাত্র নির্দিষ্ট বয়সের জন্য নয়। যে কোনো বয়সের নারী-পুরুষের ব্রণ হতে পারে। ত্বকের এই সমস্যা আমাদের বাহ্যিক সৌন্দর্য নষ্ট করার জন্য দায়ী। এই ধরনের সমস্যার মুখোমুখি হলে, অনেকে এটি দূর করার জন্য বিভিন্ন উপায় খুঁজে পান। কিন্তু আপনি যদি একদিনেই আপনার ব্রণ থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনি নিজের উপায় বেছে নিতে পারেন-





টুথপেস্টে মুখ থেকে অতিরিক্ত তেল শুষে নেওয়ার ক্ষমতা রয়েছে। ফলস্বরূপ, তৈলাক্ত ত্বকের কারণে ব্রণ ব্রেকআউটে আক্রান্ত ব্যক্তিরা টুথপেস্ট ব্যবহার করে উপকৃত হতে পারেন। তবে খুব বেশি নয়, ব্রণ এলাকায় খুব অল্প পরিমাণে ব্যবহার করুন। সমস্যা না হলে পরিমাণ বাড়ান।


গ্রিন টি গরম পানিতে ফুটিয়ে নিন। তারপর গ্রিন টি পুরোপুরি ঠান্ডা করে ব্রণের জায়গায় ব্যবহার করুন। ভেজানো তুলা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে চায়ের মিশ্রণটি ত্বকে ভালোভাবে মিশে যেতে পারে। টি ব্যাগ থেকে গ্রিন টি তৈরি করলে, আপনি ত্বকে ঠান্ডা গ্রিন টি ব্যাগও রাখতে পারেন। 20 মিনিট পর ধুয়ে ফেলুন। ব্রণ দূর হবে।


শসাতে রয়েছে ভিটামিন এ, ডি এবং ই। এর প্রতিটি উপাদান ত্বকের জন্য অত্যন্ত ভালো। শসা গুঁড়ো করে মুখে লাগাতে পারেন। 20 মিনিট লাগানোর পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। আপনি অন্য উপায়েও শসা ব্যবহার করতে পারেন। শসা গোলাকার করে কেটে অন্তত এক ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর আপনি সেই জল পান করতে পারেন বা সেই জল দিয়ে আপনার মুখ ধুয়ে ফেলতে পারেন।


লেবুর রস ছেঁকে ব্রণে লাগাতে পারেন। লেবুর রসের সঙ্গে দারুচিনির মিশ্রণ তৈরি করে রাতে ঘুমানোর আগে ব্রণের ওপর লাগাতে পারেন। সকালে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।


রসুন ব্রণের বড় শত্রু। এটি ব্যবহার করাও খুব সহজ। রসুনের একটি কোয়া দুই টুকরো করে কেটে নিন। এরপর ব্রণের ওপর রস লাগান। পাঁচ মিনিট পর ধুয়ে ফেলুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি করুন এবং পরদিন সকালে ত্বকের উন্নতি লক্ষ্য করবেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন